রাঙ্গামাটি জেলা পুলের কর্মরতদের ৫ দিনের প্রশিক্ষণের উদ্বোধন

39

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা পুলে কর্মরত সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়ি চালক, স্পীডবোট চালক, মেকানিক ও হেলপারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৫ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (২৮ মে) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে ৫ দিনের এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এসময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ রুহুল আমীন, রাঙ্গামাটি নেজামত ডেপুটি কালেক্টর নাবিল নওরোজ।
প্রশিক্ষণে রাঙ্গামাটি জেলা প্রশাসনের গাড়ি চালক, স্পীডবোট চালক, মেকানিক ও হেলপাররা অংশ গ্রহণ করেন।