থানচিতে পুলিশের অভিযানের পরোয়ানাভূক্ত এক আসামিকে গ্রেপ্তার

6

॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের ফজল কারবারী পাড়া এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা পরোয়ানাভুক্ত এক আসামিকে মঙ্গলবার (২৭ মে) দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্ত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ঘটনায় দায়ের হওয়া সিআর ০৬/২৩ মামলায় অভিযুক্ত ছিলেন।
গ্রেপ্তারকৃত হলেন, সদর ইউনিয়নের ফজল কারবারী পাড়া এলাকার বাসিন্দা মো: ফজল্যা কারবারী এর পুত্র মো: আলমগীর হোসেন (৩৫) ২০২৩ সালে পারিবারিক কলহের বিবাদের থানচি থানার পুলিশ বাদী হয়ে একটি সিআর মামলা দায়ের করেন তার স্ত্রী নারগিস বেগম। মামলাটি বর্তমানে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।
আসামি মো: আলমগীর হোসেনের বড় ভাই মো: হসিম উদ্দিন জানান, গত ২৪ মে মো: আলমগীরের স্ত্রী নারগিস বেগম একটি ডিফোর্স পেপার পাঠান সেখানে আমার ভাই সম্মতি জানিয়ে স্বাক্ষর করে ফের পাঠানো হয়েছে।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদারের নেতৃত্বে মঙ্গলবার (২৭ মে) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিনের বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। তিনি আরও জানান, “গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
উল্লেখ্য, এর আগে গত ১ মে শিশু ও নারী নির্যাতন মামলায় ৪ বছর পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামি একজন গ্রেপ্তার এবং ২২ মে দুইজন আজকের একজন মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছিল থানচি থানা পুলিশ। ধারাবাহিক এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।