॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে নতুন করে ১৪ জনকে পুশইন করেছে বিএসএফ। এদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। পানছড়ি ও মাটিরাঙ্গায় এ নিয়ে নতুন করে ৩৩ জন পুশইন হয়েছে। এদের মাঝে স্থানীয় ও প্রশাসনের উদ্যোগে মানবিক দিক বিবেচনা করে খাবার ও কাপড় দেওয়া হয়েছে।
মাটিরাঙ্গার সীমান্ত দিয়ে পুশইন হওয়া ১৯ জন বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিপি পাড়া প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। পানছড়ি সীমান্ত দিয়ে পুশইন হওয়া ১৪ জন মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে।
মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম ও ফারহানা নাসরিন পুশইন হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। পরিচয় শনাক্তের কাজও চলমান আছে। যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, পুশইন হওয়া লোকজন হরিয়ানা থেকে বিমানে করে আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে দক্ষিণ ত্রিপুরার করবুক এর সীমান্তবর্তী গুলোমনিপাড়ায় ভারতীয় বাহিনী বিএসএফ নিয়ে আসে। পরে সুযোগ বুঝে সোমবার রাতে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পুশইন হওয়া সকলে স্থানীয় বিদ্যালয়ে বিজিবির পাহারায় রয়েছে। পরিচয় শনাক্তসহ বিস্তারিত খোঁজ খবর নেয়ার কাজটি চলমান আছে। এছাড়া অনুপ্রবেশ হয়ে থাকলে আইনগত পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
এর আগে চলতি মাসে কয়েকদফায় খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর, তাইন্দং, পানছড়ির লোগাং ও রামগড়সহ বিভিন্ন সীমান্ত দিয়ে ৮০ জনকে পুশইন করা হয়েছে।