থানচিতে মাসিক আইন শৃংঙ্খলা সভা অনুষ্ঠিত

2

॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলা মাসিক আইন শৃংঙ্খলার কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদের মিলনায়তনের অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল সভাপতিত্ব করেন।
অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ ব্যাটালিয়ান বলিপাড়া জোনের সহকারী পরিচালক মুন্সি এ্যামদাদুল রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা (অ: দা:) কাঞ্চণ দে, প্রাণী সম্পদ কর্মকর্তা ভ্যাটেনারী সার্জন ডা: মো: সরিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সম্প্রতি তিন্দু ইউনিয়নের পাহাড়ী নারী খুন, থানচি বান্দরবান সড়কের জীবন নগড় নামক স্থানের যাত্রীবাহী বাসের উপর যাত্রী নামিয়ের বাস ভাংচুর, পর্যটন কেন্দ্রের গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের রাস্তা পাশ্বে ইট সোলিন এইচবিবিকরণ বাস্তবায়ন কাজের বাধা সৃস্টি এবং শিলা ঝিড়ি নামক স্থানের যাত্রীবাহী বাস চালক ও হেল্পারকে বেধরক মারধরসহ ক্ষতবিক্ষত করার একটি সন্ত্রাসী কর্মকান্ড বলে মনে করেন এবং তীব্র নিন্দা জানানো হয়। থানচি বান্দরবান সড়কে এহেন কার্যকলাপের আইন শৃংঙ্খলার বাহিনীর মোতায়েনের জোরদার দাবী এবং সন্ত্রাসী যে হোক তাদের আইনের আওতায় আনার জোর দেন কমিটি সদস্যরা।