॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আজহারুল ইসলাম মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুনসহ বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং মসজিদের ইমামহণসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় ঈদ-উল-আযহার দিন কোরবানী পশু জবাইয়ের পর পশুসহ অন্যান্য সকল প্রকার বর্জ্য সরকারী নির্দেশনা অনুযায়ী দ্রুত পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য সকলকে আহবান জানানো হয়।