॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল দীর্ঘ ৭৫ বছর ধরে উন্নতমানের কাগজ উৎপন্ন করে দেশ ও জাতীয় অগ্রগতিতে ভূমিকা রেখে আসছে। কেপিএম উৎপাদিত কাগজে মুদ্রিত ব্যালট পেপারে দেশের জাতীয় ও আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর সরকার অগণিত শিক্ষার্থীর হাতে বিনামূল্যে যে পাঠ্যবই তুলে দিচ্ছে সেই বইয়ের বেশির ভাগ কেপিএম উৎপাদিত কাগজে ছাপা হচ্ছে। বয়সের ভারে কেপিএম কারখানাটি বর্তমানে জীর্ণশীর্ণ হয়ে গেলেও কর্ণফুলী পেপার মিল উৎপাদিত কাগজ এখনো টেকসই, উন্নতমানের ও দেশ সেরা। কেপিএমের উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করার জন্য প্রতিদিন দুর দুরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী চন্দ্রঘোনা আসেন।
রবিবার (২৫ মে) খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেষ্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে আসেন। শিক্ষার্থীরা কাগজ উৎপাদন প্রক্রিয়াসহ সমগ্র কারখানা ঘুরে দেখেন। এসময় কেপিএমের এফআরএম বিভাগীয় প্রধান আলী আহম্মদ এবং টেকনিকেল বিভাগীয় প্রধান রুপম বড়ুয়া শিক্ষার্থীদের কেপিএম কারখানার উৎপাদন প্রক্রিয়া বিষয়ে ধারণা প্রদান করেন। ৭৫ বছরের পুরাতন কারখানা থেকে এখনো উন্নতমানের সাদা কাগজ উৎপন্ন হচ্ছে দেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।