লংগদুতে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সংবাদ সম্মেলন

4

॥ লংগদু প্রতিনিধি ॥
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদুতে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা উপলক্ষে র‌্যালী ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা সহকারী কমিনার ভূমির সভাপতিত্বে ভূমি সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও র‌্যালী করা হয়। মেলার উদ্বোধন করেন, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে। সকলে মামলা হামলাতে না গিয়ে ভূমি বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করবেন।
মেলায় অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান উত্তোলনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হয়। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতকরণ বিষয়ক সচেতনতামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্বেয়ার দুলাল মিয়া, এছাড়াও বিভিন্ন ইউনিয়নের হেডম্যান কারবারি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ নাগরিক।
শেষে উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ, মেলার সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।