॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সংশ্লিষ্ট ইউনিয়নের প্রাকৃতিক দুযোগে ক্ষতিগ্রস্ত, গরীব ও আসহায়দের আসন্ন পবিত্র ঈদুল আযাহার উপলক্ষে প্রথম ধাপের ৩০ কেজি করে চাল পেল ৪০০ পরিবার।
রবিবার (২৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম চাউল বিতরণে কর্মসূচীর উদ্বোধন করেন। এই চাউল বিতরণের উদ্বোধানী অনুষ্ঠানে পর থেকে চলমান থাকবে। পাশাপাশি বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, গরীব ও অসহায়দের এসব প্রাপ্ত বরাদ্দ চাউল বিতরণে অব্যাহত থাকবে। এছাড়া ভিজিএফ চাউলসহ যারা ভিজিডি কর্মসূচীর আওতায় ছিল তারা বিশেষ চাউল হিসেবে ৫ মাসের চাউল প্রদান করা হবে। ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। এসময় স্বস্ব ইউপি চেয়ারম্যানদের প্রতি সুষম বন্টন করে বিতরণে পরামর্শে প্রদান করেন।
চাউল বিতরণে উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য অংশৈচিং মারমা, ইউপি সদস্য অংসিংনু মারমা প্রমুখ।