॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দু-হাজার চব্বিশের গণঅভ্যুত্থান- কাজী নজরুলের উত্তরাধিকার এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (২৫ মে) বিকেল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন।
রাঙ্গামাটি বেতারের উপস্থাপক মো: তারেক আহম্মেদ ও পম্পি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, শহিদ আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, জেলা প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক মো: নুরুল আবছার, সাংবাদিক মনসুর আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামে স্মরণে কবি রচিত বিভিন্ন কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে আয়োজিত শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।