॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, শহর এবং পাহাড়ের দুর্গম এলাকায় সমন্বয়ের মাধ্যমে সমভাবে সরকারী উন্নয়ন কাজ করতে হবে। তিনি বলেন, শুধুমাত্র পৌরসভা ও সদর কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম করলে হবেনা পাহাড়ের প্রত্যন্ত দুর্গম এলাকায় সরকারের উন্নয়ন কার্যক্রম ছড়িয়ে দেয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করতে হবে।
শুক্রবার (২৩ মে) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে অনুষ্ঠিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম,জেলা সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য উপদেষ্টা বলেন, সদর উপজেলার ৭০ শতাংশ উন্নয়ন হলে উপজেলাগুলোতেও নুন্যতম ৩০ শতাংশ উন্নয়ন কাজ সম্পাদন করতে হবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের উন্নয়ন করতে হলে নারী উদ্যোক্তাদেরকে কাজে লাগাতে হবে।
কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা কর্মশালায় অংশ গ্রহণ করেন।