॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার মান বৃদ্ধি এবং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান ও চলমান নানা সংকট নিসরসনসহ ৮ দফা দাবিতে রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে পাহাড়ী ছাত্র পরিষদ রাঙ্গামাটি কলেজ শাখা। বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টার দিকে পাহাড়ী ছাত্র পরিষদের রাঙ্গামাটি কলেজ শাখার সভাপতি সজল চাকমার নেতৃত্বে একটি টিম কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু ছৈয়দ চৌধুরীর কাছে ৮দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি প্রদান করেন।
দাবিগুলো হচ্ছে-১. পরিবহন ফি কমিয়ে ৫০০ (পাঁচশত) টাকার পরিবর্তে ৩০০ (তিনশত) টাকা নির্ধারণ করা। ২. বিভিন্ন বিভাগে অন্তর্বর্তীকালীন শিক্ষক নিয়োগ প্রদান করা এবং শিক্ষক সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ৩. কলেজে সকল বিভাগে সেমিনার কক্ষ চালু করা। ৪. নির্মাণাধীন ছাত্রী নিবাস দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ৫. ছাত্রাবাস চালুর ব্যবস্থা করা। ৬. শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন চালু করা। ৭. শিক্ষার্থীদের সুবিধার্থে অডিটোরিয়াম ও খেলাধূলার জন্য পর্যাপ্ত আনুষঙ্গিক সরঞ্জামের ব্যবস্থা করা। ৮. কলেজ প্রশাসন কর্তৃক নির্ধারিত বাৎসরিক উন্নয়ন ফি কমানো।
এ বিষয়ে পাহাড়ী ছাত্র পরিষদের রাঙ্গামাটি কলেজ শাখার সভাপতি সজল চাকমা জানান, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বিবেচনায় পরিবহন ফি কমানো এবং শিক্ষার মান উন্নয়নসহ ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি আমরা পাহাড়ী ছাত্র পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষ বরাবর প্রেরণ করেছি। অধ্যক্ষ আমাদের দাবিসমুহ গুরুত্ব সহকারে দেখেছেন আশাকরছি খুব সহসাই রাঙ্গামাটি সরকারী কলেজের সকল সমস্যা অচিরেই সমাধান হবে।