রাঙ্গামাটিতে ৪ দফা দাবিতে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

4

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে ৪ দফা দাবিতে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ঔষধের বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরৎ ও প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে কোম্পানির ঔষধ সরবরাহ বন্ধ ও সরকারিভাবে সকল ঔষধের মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে দশটায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে রাঙ্গামাটির ব্যবসায়ীরা।
এতে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন লিটু প্রমূখ।
এসময় বক্তারা বলেন, কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া সকল ঔষধের মূল্য বৃদ্ধি করায় প্রতিনয়ত ক্রেতাদের সাথে বাকবিতন্ডা তৈরি হচ্ছে। আবার একই ঔষধের মূল্য কোম্পানি ভেদেও দিগুণ করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরৎ না নেয়া ও ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিগুলোতে কোম্পানির ঔষধ সরবরাহ করায় আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় সরকারিভাবে সকল ঔষধের মূল্য নির্ধারণ ও ঔষধের বিক্রয় কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবি জানিয়ে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা।