প্রান্তিক জনগোষ্ঠীদের পুরোনো পেশা ফিরিয়ে আনতে থানচিতে অবহিতকরণ সেমিনার

20

॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীদের পুরোনো পেশা কামার, কুমার, বাঁশ ও বেতের তাঁত শিল্প, সেলুন ১০ পেশাদার গ্রামে গঞ্জে হারিয়ে যাওয়ার পথে এমন পেশা সাথে সংশ্লিষ্ঠ ব্যক্তিদের পু:ন জীবিত করনের লক্ষ্যে থানচিতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টা বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগৌষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এর আয়োজন করেন।
থানচি উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সেমিনারের উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: তানভীর হাসান চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।
অনুষ্ঠানের বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগৌষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের সম্পর্কে মাল্টিমিডিয়া স্লাইসোতে মূল প্রবন্ধ পাঠ করেন বান্দরবান জেলা সমাজ সেবা অধিদপ্তরে সহকারী পরিচালক মো: হারুনর রশিদ,সহকারী প্রকল্প পরিচালক মো: তানজিল আহম্মেদ চৌধুরী, বান্দরবান সদর সমাজ সেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, লামা সমাজ সেবা কর্মকর্তা মো: নোমান হোসেন প্রমূখ। সেমিনারে পুরোনো পেশা সাথে জড়িত এমন ৩০ জন পেশাদার কামার, কুমার, সেলুন, ও বাঁশ বেতের ক্ষুদ্র শিল্পের সংশ্লিষ্ঠরা অংশগ্রহন করেন।
সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রান্তিক জনগৌষ্ঠীদের পুরোনো পেশা কামার, কুমার, বাঁশ ও বেতের তাঁত শিল্প, সেলুন ১০ পেশাদার গ্রামে গঞ্জে হারিয়ে যাওয়ার পথে এমন পেশা সাথে সংশ্লিষ্টদের নিয়ে নতুন রুপে আধুনিকতা ও বর্তমান সময়ের সাথে জীবন জীবিকা ও জীবন মান উন্নয়নের প্রশিক্ষণ এবং সংরক্ষণের ব্যবস্থাসহ নানান সহযোগীতা দিয়ে সমাজ সেবা কার্যক্রম প্রান্তিক জনগৌষ্ঠীদের পৌছাই দেয়া মূল লক্ষ্যে বাস্তবায়ন হলে টেকসই উন্নয়নের অংশীদারিত হবে।