খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শন করেছেন পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

11

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) কার্যালয় পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। মঙ্গলবার (২০ মে) বিকেলে এই প্রথম চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পর এই প্রথম তিনি খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে পরির্দশনে আসেন।
খাগড়াছড়ি জেলা শহরের সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে চেয়ারম্যানে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দরা। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস এর সভাপতিত্বে এতে সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুসহ সংগঠনের সদস্য খাগড়াছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ,জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, সাংবাদিকরা জাতির দর্পন। ভুল-ভ্রটি তুলে ধরে দেশ ও সমাজকে এগিয়ে নিতে সাংবাদিককের ভূমিকা অপরিহার্য্য। তাই তিনি নিজেও প্রতিষ্ঠানের ভুল-ভ্রুটিসহ পরামর্শ জানানোর অনুরােধ জানিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সাথে সফল সঙ্গে ছিলেন, পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, শহিদুল ইসলাম সুমন, ধনেশ্বর ত্রিপুরা ও কংজপ্রু মারমা। এতে সাংবাদিক ইউনিয়নের নেতারা সংগঠনের কার্যপ্রণালী,কর্মকাণ্ড, বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কল্যাণ তহবিলের জন্য চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নগদ অর্থ তুলে দেন।