॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলায় অবস্থিত ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২৩টি ল্যাপটপ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষা অফিসার আশিষ কুমার আচার্য্য। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আঁখি তালুকদার। ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন বলেন, সরকার শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক থেকেই শিক্ষার্থীরা যাতে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হতে পারে সে জন্য সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার উপর গুরুত্বারোপ করছে। আর সেই লক্ষ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ল্যাপটপ প্রদান করা হচ্ছে। এর আগে কাপ্তাই উপজেলার অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝেও অনুরুপভাবে ল্যাপটপ প্রদান করা হয়েছিল বলেও তিনি জানান। এই ল্যাপটপ যত্ন ও গুরুত্বসহকারে ব্যাবহার করার জন্যও তিনি সকল শিক্ষকদের প্রতি আহবান জানান।
এ ব্যাপারে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সরকার আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজাচ্ছে। সেই লক্ষ্যে প্রতিটি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। তিনি শিক্ষক এবং শিক্ষার্থীদের ল্যাপটপ ব্যবহর সম্পর্কে সচেতন থাকারও আহবান জানান।