॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাষ্ট্রীয় হেফাজতে চিকিৎসার অভাবে লাল প্লেং কিম বম এর মৃত্যুর বিচার, নির্দোষ বম নারী ও শিশুসহ সকলকে মুক্তি এবং চিংমা খেয়াংয়ের ধর্ষণের পর হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকালে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থী পরিবারের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, রাবিপ্রবি শিক্ষার্থী পূর্ণ বিকাশ চাকমা, আলোনা তঞ্চঙ্গ্যা, সনেট চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তি দেবী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অন্তর চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা চট্টগ্রাম কারাগারে চিকিৎসার অভাবে লাল প্লেং কিম বম এর মৃত্যু, নির্দোষ বম নারী ও শিশুসহ সকলেত মুক্তি এবং বান্দরবানে চিংমা খেয়াংয়ের ধর্ষণের পর যে হত্যা করা হয় সে হত্যাকারীদের গ্রেফতার করে বিচার ও শান্তি দাবি করা হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঝগড়াবিল এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়।