॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন কোর্স হয়েছে।
সোমবার (১৯মে) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক এই ওরিয়েন্টেশন হয়।
সাধারণ কেয়ারটেকার মো.সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দিন।
এতে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটির ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন রাঙ্গামাটি সদর উপজেলার ফিল্ড সুপার মো. পেয়ার আহমদ। বক্তব্য রাখেন, গণ শিক্ষার শিক্ষক হাফেজ আবুল কালাম ও মো. কবির হোসেন।
প্রধান অতিথি ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্যে বলেন, আপনারা ন্যায় নীতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন এবং সন্ত্রাস প্রতিরোধে সকলে মাঝে সচেতনতা তৈরি করবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় দেশের কল্যাণে কাজ করবেন।
ওরিয়েন্টেশনে কাপ্তাই উপজেলার সকল ইমাম-মুয়াজ্জিন ও গণ শিক্ষার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।