কৃষিতে ড্রোন কার্যক্রমের মাধ্যমে কৃষিকাজের বিভিন্ন সমস্যা নির্ধারণসহ কৃষির বিপ্লব ঘটনানো সম্ভব-মোঃ হাবিবউল্লাহ্

13

॥ নিজস্ব প্রতিবেদক ॥
কৃষিতে ড্রোন কার্যক্রমের মাধ্যমে কৃষিকাজের বিভিন্ন সমস্যা নির্ধারণ সহ কৃষির বিপ্লব ঘটনানো সম্ভব বলে মন্তব্য করেছেন খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা পরিচালক মোঃ হাবিবউল্লাহ্। তিনি বলেন, কৃষির চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তন আমাদেরকেই আনতে হবে। তার জন্য পাহাড়ের প্রতিটি কৃষি কর্মকর্তাকে আরো বেশী কাজ করার আহবান জানান তিনি।
শনিবার (১৭ মে) সকালে রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ আঞ্চলিক প্রশিক্ষণ ইনষ্টিটিউট সম্মেলন কক্ষে চতুর্থ শিল্পবিপ্লব এবং স্মার্ট কৃষিঃ পরিকল্পনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা পরিচালক মোঃ হাবিবউল্লাহ্ এ কথা বলেন।
রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইনোভেশন টিমের আয়োজনে রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: নাসিম হায়দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিদিব মনিরুজ্জামান, ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ জামাল উদ্দীন, খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কফি ও কাজু বাদাম প্রকল্পের পরিচালক মোঃ শহিদ, এটিএ রাঙ্গামাটির অধ্যক্ষ ড. মোঃ একরাম উদ্দিন প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, পাহাড়ের কৃষিতে স্মার্ট ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে কৃষির বিপ্লব ঘটাতে হবে। কৃষক যদি তার কৃষি কাজে সফলতা পায় তাহলে তাকে আর পিছেনে ফিরে তাকাতে হবে না। তার ফলতায় আমাদের দেশের অর্থনীতি আরো বেগবান হবে।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন পার্বত্য জেলার কৃষি কর্মকর্তা ও অফিসারগন উপস্থিত ছিলেন।