বরকল আইমাছড়া বন বিহারে বুদ্ধ পূর্ণিমা পালন, সীবলী প্রতিবিম্ব ও ভোজনশালা উৎসর্গ

13

॥ মিকেল চাকমা, রাঙ্গামাটি ॥
বরকল আইমাছড়া বনবিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বুদ্ধপূর্ণিমা উৎযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে আইমাছড়া বনবিহারের দেশনালয়ে পঞ্চশীল গ্রহণ, সীবলী প্রতিবিম্ব উৎসর্গ, ভোজনশালা উৎসর্গ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার প্রদীপদান সহ নানাবিধ দানকার্য সম্পাদন করা হয়।
এসময় সংঘ প্রধান হিসেবে রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাস্থবির, জ্ঞানপ্রিয় মহাস্থবির, সুমন মহাস্থবির, আদিকল্যাণ মহাস্থবিরসহ সিনিয়র ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
এছাড়াও ৩নং আইমা ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি, সদস্য ও সমবেত দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।
ভিক্ষু সংঘের মধ্যে দেশনা প্রদান করেন রাজবনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, সুমন মহাস্থবির প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন, ৩নং আইমা ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা।