দীর্ঘদিন পর সাজেকবাসী পেলো ২টি অগ্নিনির্বাপক ফায়ার সার্ভিসের গাড়ী

17

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা সদরে ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকলেও মেঘের রাজ্যে সাজেক ভ্যালীর জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুটি অগ্নিনির্বাপক ফায়ার সার্ভিসের গাড়ী দিয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে গাড়ীগুলো সাজেক ভ্যালীতে এসে পৌছায়। এতে সেখানে বসবাসরত মানুষের প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
সম্প্রতি গত ২৪ ফেব্রুয়ারী রাঙ্গামাটির সাজেক ভ্যালীতে ভয়াবহ আগুনে ৯৫টি পর্যটন রিসোর্ট কর্টেজ এবং বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস না থাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়নি। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে যায়।
ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য উপদেষ্টা সাজেকের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করেন এবং ফায়ার ষ্টেশন স্থাপনের আশ্বাস দেন। এই মুহুর্তে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন করা না গেলেও জরুরী প্রয়োজন মেটাতে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দেয়া এবং এগুলো সার্বক্ষনিক সাজেক থাকবে বলে জানান।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আখতার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছুদিন আগে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে ২টি ফায়ার সার্ভিসের গাড়ি সাজেকে এসে পৌচেছে। এতে করে বড় ধরনের অগ্নি দূর্ঘটনা থেকে রোধ হবে।