॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানের লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম বলেছেন, সবার লিগ্যাল এইড এর সেবা পাওয়ার সুযোগ রয়েছে, লিগ্যাল এইড এর দরজা সবার জন্য খোলা। সরকার গরীব ও অসহায়দের বিনামুল্যে ন্যায় বিচার প্রাপ্তির জন্য লিগ্যাল এইড এর সেবা কার্র্যক্রম পরিচালনা করছে আর আমাদের সেই সেবা গ্রহণ করতে হবে।
বান্দরবান প্রেসক্লাবের হলরুমে বিএনকেএস, ব্লাস্ট, একশনএইড এর আয়োজনে “স্থানীয় পর্যায়ে তৃণমূল সিএসও-দের আইনগত সহায়তা প্রদানে করনীয়” বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানের লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম এমনটাই মন্তব্য করেন।
এসময় বান্দরবানের লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম আরো বলেন, লিগ্যাল এইড এর মাধ্যমে আইনগত পরামর্শ প্রদান, আপোষযোগ্য বিরোধ বা মামলা মিমাংসার উদ্যোগ গ্রহণ ও নিষ্পত্তি (প্রি-কেইস ও পোস্ট কেইস), বিনামূল্যে ওকালতনামা সরবরাহ, মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ, আইনজীবীর ফি পরিশোধ, প্রকৃত কোর্ট ফি প্রদান (এ্যাডভোলোরেম কোর্ট ফি ব্যতীত), মধ্যস্থতাকারী বা সালিশকারীর সম্মানী পরিশোধ, বিনামূল্যে রায় কিংবা আদেশের নকল সরবরাহ, লিগ্যাল এইড মামলার ডিএনএ টেস্টের ব্যয় পরিশোধ, লিগ্যাল এইড মামলায় ফৌজদারী মামলায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যয় পরিশোধ, মামলার সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট প্রবিধানমালায় নির্ধারিত প্রাসাঙ্গিক সকল ব্যয় পরিশোধ করা হয়।
এসময় তিনি কোন ধরণের আইনি সমস্যার সম্মখুীন হলে যে কাউকে দেরী না করে দ্রুত লিগ্যাল এইড অফিসে গিয়ে লিগ্যাল এইড অফিসারের শরনাপন্ন হওয়ার আহবান জানান।
ব্লাস্ট এর লিগ্যাল স্পেশালিস্ট এডভোকেট রবিউল হোসেন মজুমদার এর সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন বিএনকেএস এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উবানু মারমা। এসময় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন ক্যবাথোয়াই। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা, এডভোকেট কৌশিক দত্ত, জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমাসহ বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা, আইনজীবি, সাংবাদিক, নারী উদ্যোক্তা ও বিভিন্ন পাড়ার হেডম্যান ও কারবারীরা সভায় উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।