॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা বলেন, নার্সিং একটি পেশা নয়, এটা একটা মহান সেবা। নার্সরা মানবতার প্রতীক। তাই নার্সরা সেবার মানসিকতা নিয়ে রোগীদের পাশে থাকেন সবসময় এবং ভবিষ্যতেও থাকবেন।
তিনি সোমবার (১২ মে) বিকেল ৪টায় বিশ্ব নার্সিং দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ক্লিনিক্যাল নার্সবৃন্দ এবং নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লাল রুন মই বম এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা এবং হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ম এ সাংমা।
পরে সন্ধ্যা ৬টা হতে রাত ৯টা অবধি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।