॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির রাজবন বিহার সীমার বিতর্ক ও অনুসন্ধান নিয়ে সাংবাদিক হিমেল চাকমা রচিত নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এডিবি পার্বত্য অঞ্চলের পরিচালক ও সাবেক কৃষিবিদ পবন কুমার চাকমা।
রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বইয়ের লেখক জেলার সিরিয়র সাংবাদিক হিমেল চাকমা।
এ সময় রাঙ্গামাটি আইনজীবি সমিতির সাধারন সম্পাদক রাজিব চাকমা, সনাকের সদস্য সিনিয়র আইনজীবি এ্যাড. সুষ্মিতা চাকমা, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো: কামাল উদ্দিন, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মনসুর আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।