তীব্র তাপ প্রবাহের অবসান ঘটিয়ে রাঙ্গামাটিতে স্বস্থির বৃষ্টি

14

॥ নিজস্ব প্রতিবেদক ॥
দীর্ঘদিন তীব্র তাপ প্রবাহের অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে রাঙ্গামাটিতে স্বস্তির বৃষ্টি ও মাঝারি ধরনের হালকা দমকা বাতাস আর এর সাথে শিলাবৃর্ষ্টি বয়ে গেছে। আর স্বস্তির বৃষ্টিতে খুশি রাঙ্গামাটির মানুষ। বিশেষ করে শ্রমজীবি মানুষরা।
রবিবার (১১ মে) দুপুর থেকে রাঙ্গামাটিতে থেমে থেমে বজ্রসহ বৃষ্টিপাত এর সাথে হালকা শিলাবৃষ্টি ও দমকা বাতাস বয়ে গেছে। তবে এর স্থায়িত্ব কিছু ক্ষণ। এর পর আবারো সূর্য উঁকি দেয়।
এদিকে তীব্র গরমের পর হালকা দমকা বাতাসে ঠান্ডার পরশ জনজীবনে স্বস্তি দেখা মিলেছে। বৃষ্টির কারণে গরমও কিছুটা কমে এসেছে। শহর জুড়ে শীতলতার পরশ নেমে এসেছে কিছুক্ষনের জন্য। দমকা বাতাসের শীতলতার পরশ নিতে ঘর থেকে বাইরে বেড়িয়ে আসতে দেখা গেছে।
স্থানীয়রা বলছেন, অনেকদিন পর তীব্র গরম থেকে মুক্তি মিলেছে আজ। বেশ ভালো লাগছে। গত কয়েক দিনের তীব্র গরমের পর এরকম স্বস্তির বৃষ্টিতে অনেককে দেখা গেছে বৃষ্টিতে যার যার প্রয়োজনীয় কাজ করতে ভিজতে ভিজতে কাজে যাচ্ছেন। অনেকে দেখা গেছে বাড়ির ছাদে উঠে বৃষ্টিতে ভিজছেন। বৃষ্টির ফলে জনমনে স্বস্তি নেমে আসে; যদিও বৃষ্টির স্থায়িত্ব ছিল অল্প সময়। তবুও সারা দেশে বয়ে যাওয়া তাপ প্রবাহের মধ্যে এমন বৃষ্টি জনজীবনে এনে দিয়েছিল সাময়িক স্বস্তি। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ ফিরে পায় শান্তি।
আবহাওয়া অফিস থেকে জানা গেছে, রাঙ্গামাটিসহ উপজেলাগুলোর অনেক অংশে দমকা হাওয়া ও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা আছে।