খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

18

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতের নাম জীবন চাকমা (২৮)
জানা গেছে, রবিবার (১১মে) রাত আনুমানিক ২টার দিকে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন সদর থেকে দুটি টহল দল দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়িতে তল্লাশী করে জীবন চাকমাকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, একটি জোড়া ইউনিফর্ম, দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন), একটি নোটবুক এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। আটকের পর জীবন চাকমাকে উদ্ধারকৃত মালামালসহ লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক জীবন চাকমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসিত গ্রুপ) সশস্ত্র সদস্য। দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, আটক জীবন চাকমার বিরুদ্ধে লক্ষ্মীছড়ি থানায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে বলা হয়েছে পার্বত্য এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।