বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ

17

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
উৎসব মুখর পরিবেশে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
শনিবার (১০ মে) সকাল ৯টায় বান্দরবান সদরের ৭নং ওয়ার্ডের জেলা কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু চলছে, বিকেল ৪টায় শেষ হবে ভোট গ্রহণ কার্যক্রম।
এদিকে দীর্ঘদিন পরে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা সকাল থেকে কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, আর নিরাপত্তা নিশ্চিতে রয়েছে পুলিশ ও আনসারের সদস্যরা।
বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছে ১শত ৪১জন আর এবারের নির্বাচনে ইতিমধ্যে বিনাভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে চ হ্লা প্রু জিমি ও সহ-সভাপতি হয়েছেন জামাল উদ্দিন চৌধুরী।
এদিকে এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক, প্রচার ও সমাজকল্যাণ পদে ২ জন এবং নির্বাহী সদস্য হিসেবে ৭ জন প্রার্থীর ভোট গ্রহণ চলছে।