রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

20

॥ রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলা পরিষদ টাউন হল থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা রামগড় বাজার ঘুরে এসে টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়।
যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা দলের যুব প্রধান আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য হাফেজ আহাম্মদ ভূইয়া।
এসময় অন্যেদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য ও রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের সহ-সভাপতি বাহার উদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য এডভোকেট কবির হোসাইন, সাবেক যুব প্রধান ও সিনিয়র যুব রেডক্রিসেন্ট ফোরাম খাগড়াছড়ি ইউনিটের সদস্য করিম শাহসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা পৃথিবীকে আরও সুরক্ষিত ও শান্তি পূর্ণভাবে গড়ে তুলতে জিন হেনরি ডোনান্টকে অনুসরণ করে আত্ম মানবতার সেবা করার আহবান জানান।
পরে দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক দেয়া হয়।