॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
“তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে বান্দরবানের বেসরকারী উন্নয়ন সংস্থা বিএনকেএস এর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়, পরে মানববন্ধনে অংশ নেয়া সকলে এক র্যালীতে অংশ নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে গিয়ে জড়ো হয়। শেষে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বক্তারা বলেন, একটি দেশের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গণমাধ্যম, আর তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত এই প্রতিপাদ্যকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এসময় বক্তারা আরো বলেন, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এই দিবসটি পালন করে আসছে। দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
এসময় বিএনকেএস এর সভাপতি নেমকিম বম, উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, প্রোগ্রাম ম্যানেজার ক্যবা থোয়াই, ট্রেনিং অফিসার পারমিতা চাকমা, দূর্নীতি প্রতিরোধ কমিটি বান্দরবান জেলা শাখার সভাপতি অংচমং মারমা, বান্দরবান প্রেসক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দাশ, বিটনিক এর সেন্টাল কোডিনেটর এম সাইফুল্লাহ রনি সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।