রাজনগর বিজিবি জোনের আয়োজনে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

8

॥ লংগদু প্রতিনিধি ॥
দুর্গম পাহাড়ী এলাকার যুব সমাজকে অসামাজিক কাজ থেকে বিরত রাখতে ভিন্ন ধরণের আয়োজন করেছে বিজিবি। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের আয়োজনে ছয়টি টিমের মিলন মেলায় ভলিবল খেলার সূচনা করা হয়।
বুধবার (৭ মে) বিকাল ৪টায় রাজনগর বিজিবি জোনের পশিক্ষণ মাঠে ভলিবল খেলার উদ্বোধন করেন বিজিবি জোনের জোন অধিনায়ক লে.কর্নেল নাহিদ হাছান।
এসময় উপস্থিত ছিলেন, অত্র জোনের সহকারী পরিচালক নাজমুল হাছান। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি আবু নাছির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এধরণের মহৎ কাজকে স্বাগত জানিয়েছে সচেতন মহল। দুর্গম এলাকায় এধরণের আয়োজনে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করে বলে মনে করছেন তারা।
এসময় জোন অধিনায়ক বলেন, সমাজের পরিবর্তন ও শান্তি সম্প্রীতির লক্ষে খেলাধুলার বিকল্প নাই। তিনি বলেন যুব সমাজকে অসামাজিক কাজ থেকে বিরত রাখতে খেলাধুলা যথেষ্ট ভূমিকা রাখে। তাই স্থানীয়দের সহযোগীতায় ভবিষ্যতেও জোনের পক্ষ হতে এধরণের আয়োজন চলমান থাকবে।