শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বই পড়া উচিত-ইউএনও

9

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন বলেছেন, স্কুল কলেজে লেখাপড়া করার জন্য পাঠ্য বই বড়া অপরিহার্য্য। আবার বিশ্ব সম্পর্কে জানা এবং জ্ঞানের পরিধির আকার বৃদ্ধি করতে পাঠ্য বইয়ের বাইরের বই পড়াও একান্ত প্রয়োজন। বিভিন্ন মনিষীদের উপর রচিত বই, ভ্রমণ কাহিনী, অনুবাদ, গল্প প্রবন্ধ ইত্যাদি নিয়মিত পড়ার জন্য তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান। অবসর সময়ে সারাক্ষণ মোবাইলের মধ্যে ডুবে না থেকে বই পড়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। বিশ্ব সম্পর্কে জানতে বই পড়ার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
কাপ্তাই উপজেলায় সোমবার (৫ মে) উৎসব ও আনন্দমুখর পরিবেশে তিন দিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিতিল বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি উল্লেখিত মন্তব্য করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই বই মেলার আয়োজন করে। আনুষ্ঠানকিভাবে বই মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিনিধি বলেন, বই মেলা উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশিত প্রতিটি বই ক্রয়ের ক্ষেত্রে বই মেলা চলাকালিন ৩০% মূল্য ছাড় এবং অন্যান্য প্রকাশনীর বইয়ের ক্ষেত্রে ২৫% ভাগ মূল্য ছাড় থাকবে। বই মেলা উদ্বোধনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মেলায় এসে বই পড়তে এবং বই কিনতে দেখা গেছে।