খাগড়াছড়িতে বিনা ধান-২৫ এর মাঠ দিবসে বক্তারাঃ যার হেক্টর প্রতি ফলন সাড়ে সাত মেট্রিক টন

6

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটি বোরো ধানের জাত বিনা ধান-২৫ এর সাথে বিনা ধান-১২ ও ব্রি ধান-২৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন, প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়িতে কৃষকদের অংশ গ্রহণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) খাগড়াছড়ি উপ-কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম’র সভাপতিত্বে জেলার আপর পেরাছড়া এলাকায় এই মাঠ দিবসে ভাচুয়ারী প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিনার মহা পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচাক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্ত।
মাঠ দিবসে বক্তারা বলেন, প্রায়োগিক পরিক্ষণ মাঠে বোরো ধানের জাত বিনা ধান-২৫ এর সাথে বিনা ধান-১২ ও ব্রি ধান-২৮ চাষ করা হয়। ফলাফল হিসেবে দেখা যায় বিনা ধান-২৫ এর ফলন সবচেয়ে বেশি হয়েছে যার হেক্টর প্রতি ফলন সাড়ে সাত মেট্রিক টন। তাই বক্তারা বোরো মৌসুমে কৃষকদের বিনা ধান-২৫ চাষের পরামর্শ দেন।