॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই জেলার শীলছড়িতে অবস্থিত ৩৫ আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য দূষিত পানি পান করে অসুস্থ্য হয়ে পড়েছেন বলে জানা গেছে। অসুস্থ্য আনসার সদস্যদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সেখান থেকে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
৩৫ আনসার ব্যাটারিয়নের পরিচালক মোঃ মাহবুবুল আলম আনসার সদস্যদের অসুস্থ্য হবার সত্যতা নিশ্চিত করে বলেন, পানি পান করে বিগত কয়েক দিনে তাদের প্রায় বেশ কয়েকজন আনসার সদস্য হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং জনস্বাস্থ্য প্রকৌশলীকে অবহিত করা হলে তাঁরা ব্যাটালিয়ন সদরে আসেন এবং আনসার সদস্যরা যাতে পান করার জন্য বিষুদ্ধ পানি পেতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন বলেন, আনসার সদস্যরা অসুস্থ্য হয়ে পড়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থ্যলে যান। মূলত যে উৎস্য থেকে আনসার সদস্যরা পানি তুলে পান করছিলেন সেখানে ঠিকভাবে পানি পাওয়া যাচ্ছিলনা। পানি না পাওয়া অনেকে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে পানি পান করেন। যে কারণে কেউ কেউ অসুস্থ্য হয়ে পড়েছেন। তবে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক একটি রিং টিউবওয়েল বসানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। রিং টিউবওয়েল বসানোর কাজ সম্পন্ন হলে আনসার সদস্যদের আপাতত পানি সমস্যা দুর হবে বলেও তিনি মন্তব্য করেন।
কাপ্তাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী লিমন চন্দ্র বর্মন বলেন, আনসার সদস্যরা যে রিং টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে পান করতেন সেখানে অনেক দিন ধরে পরিস্কার করা হয় নাই। মূলত রিং টিউবওয়েল মাঝে মধ্যে পরিস্কার করতে হয়। আর যে স্থানে রিং টিউবওয়েল রয়েছে সেখানে পানি উঠছিলনা। তাই উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শ্যে ব্যাটালিয়ন এলাকায় নতুন একটি রিং টিউবওয়েল বসানোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু ৪০ ফুট গভীর পর্যন্ত মাটি খনন করার পরও ঐ স্থানে পানির উৎস্য না পাওয়া স্থান পরিবর্তন করে মসজিদের পাশে আরেকটি জায়গায় এখন রিং টিউবওয়েল বসানোর কাজ চলছে। এই কাজ সমাপ্ত হতে আরো ৪ দিন সময় লাগতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ ওমর ফারুক রনি বলেন, আনসার সদস্যরা অসুস্থ্য হয়ে হাসপাতালে আসলে আমরা দ্রুত তাদের যথাযথ চিকিৎসা প্রদান করি। এর মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বর্তমানে সবাই সুস্থ্য আছেন।
আনসার সদস্যরা অসুস্থ্য হলেন কেন জানতে চাইলে ডাঃ ওমর ফারুক রনি (৪ মে) রবিবার সন্ধ্যা ৬টার সময় বলেন, যে স্থান থেকে সদস্যরা পানি পান করতেন সেখান থেকে পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য আমরা ঢাকায় পাঠিয়েছিলাম। ঢাকা থেকে যে রিপোর্ট এসেছে তাতে দেখা গেছে, পানিতে কলেরা সংক্রান্ত জীবাণু ছিল। ঐ জাবাণু যুক্ত পানি পান করে আনসার সদস্যরা অসুস্থ্য হয়েছিলেন। আমরা তাদের রিং টিউবওয়েল পরস্কিার করার জন্য পরামর্শ দিয়েছি। হাসপাতালে ভর্তি হওয়া আনসার সদস্যরা সুস্থ্য হয়ে নিজেদের ব্যারাকে ফিরে গেছেন। তবে দূষিত পানি পান করলে আবার তারা অসুস্থ্য হয়ে পড়তে পারেন বলেও ডাঃ ওমর ফারুক রনি এই প্রতিনিধিকে জানান।