মেধার ভিত্তিতে এবার থেকে সমবন্টন নিশ্চিত করে চাকরি প্রদান করা হবে-কৃষিবিদ কাজল তালুকদার

8

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চাকরির জন্য কোন প্রার্থীকে একটি টাকাও খরচ করতে হবে না। সঠিক ভাবে মেধার ভিত্তিতে এবার থেকে সমবন্টন নিশ্চিত করে চাকরি প্রদান করা হবে বলে জানিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
শুক্রবার (২ মে) সকাল ১০টায় জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের নবগ্রহ সুত্র শ্রবন, সংঘদান, বুদ্ধ মুর্তি দান, অষ্টপরিস্কার দান, বুদ্ধ মুর্তিদানসহ বিভিন্ন দান সামগ্রী উৎসর্গ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠান শুরুতেই বিহারের মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্থ স্থাপন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
তিনি আরো বলেন, যেসব জায়গায় এখনো উন্নয়নের ছোয়া পৌছায়নি সেখানে জেলা পরিষদের পক্ষ থেকে ব্যাবস্থা গ্রহন করা হবে। যাতে করে এলাকার মানুষের আশা আকাঙ্খা পুরণ হয়। মানুষের আর্থ সামাজিক উন্নয়নে রাঙ্গামাটি জেলা পরিষদ নৈতিকতা নিয়ে কাজ করে যাবে।
চেয়ারম্যান বনযোগীছড়ায় পৌছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিহার পরিচালনা কমিটি।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান, প্রতুল চন্দ্র দেওয়ান, ক্যাপ্টেন মোঃ মোশাররফ হোসেন সাগর, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারকে ক্রেস প্রদান করা হয়। এ সময় বিহার অধ্যক্ষ শীলানন্দ মহাথের ও জোন অধিনায়কের পক্ষে ক্যাপ্টেন মোঃ মোশাররফ হোসেন সাগরকে ক্রেস প্রদান করা হয়।