ছুটির আনন্দে হ্রদ-পাহাড়ে ঘেরা রাঙ্গামাটিতে পর্যটকদের ভিড়

12

॥ নিজস্ব প্রতিবেদক ॥
তিন দিনের ছুটিতে রাঙ্গামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়। পাহাড়ি পর্যটন বিনোদন কেন্দ্র গুলো পর্যটকে পরিপূর্ণ। হ্রদ-পাহাড়ে ঘেরা পার্বত্য রাঙ্গামাটি শহরের রূপ দেখতে সারা বছর হাজারো পর্যটকের আগমন ঘটে রাঙ্গামাটিতে। এবারের তিন দিনের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট রাঙ্গামাটি। শহরের যান্ত্রিক কোলাহল ভুলে প্রকৃতির এই শহরে ছুটে এসেছেন হাজারো পর্যটক।
‘সিম্বল অব রাঙ্গামাটি ’খ্যাত পর্যটন ঝুলন্ত সেতু পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঝুলন্ত সেতু ঘুরে-ফিরে আনন্দ উপভোগ করছেন। দলে দলে পর্যটকরা ভ্রমণ করছেন বিনোদনের জনপ্রিয় আরেক স্থান পলওয়েল ইকো পার্কে। ঝুলন্ত সেতুর পাশপাশি রাঙা রির্সোট, বার্গীলেক, আরণ্যক সহ অন্যান্য পর্যটন স্পটগুলোতেও ভিড় জমেছে।
শুধু তাই নয়। কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকায় ঘুরে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করছেন অনেকেই। হ্রদ, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে যান্ত্রিক জীবনের এক ঘেঁয়েমি দূর করছেন অনেকে। পাহাড় বন আর হ্রদের সৌন্দর্য্য বিমোহিত করেছে সকলকে। শহরের সব হোটেল-মোটেল পর্যটকে পরিপূর্ণ। নিরাপত্তা এবং সেবার মান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে ট্যুরিষ্ট পুলিশ।