॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা বান্দরবান জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজন করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু তালেব।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মিজানুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রভাষক বাংলা ও কলেজ ইনচার্জ মোঃ আবুল হোসাইন কুতুবী, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা ও পরবর্তী প্রজন্মের কাছে তুলে তা ধরার ওপর গুরুত্বারোপ করেন। এসময় মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসময় অনুষ্ঠানে কলেজে পড়ুয়া প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।