॥ ডেস্ক রিপোর্ট ॥
জাতিসংঘের আদিবাসী-বিষয়ক স্থায়ী ফোরামের ২৪তম অধিবেশনে শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে নিজস্ব প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে এ বিষয়ে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক।
বুধবার (২৩ এপ্রিল) নিউ ইয়র্কে জাতিসংঘের আদিবাসী-বিষয়ক স্থায়ী ফোরামের ২৪তম অধিবেশনে তিনি এ অভিমত ব্যক্ত করেন। তার বক্তব্যে উঠে আসে সব নাগরিকের অধিকার সুরক্ষায় সাংবিধানিক নিশ্চয়তা বজায় রাখার কথা। নিউইয়র্কে এই অধিবেশনটি চলতি বছরের ২১ এপ্রিল শুরু হয়েছে। এই অধিবেশন চলবে ২ মে পর্যন্ত।
সচিব আব্দুল খালেক তার বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে ফোরামকে অবহিত করেন। তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রচলিত ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থার ওপরও আলোকপাত করেন, যা মূলত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম নিয়ন্ত্রণ বিধান অনুসারে পরিচালিত হয়।
অধিবেশনে তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে অগ্রগতির জন্য সরকারের অব্যাহত আর্থিক সহায়তা এবং বরাদ্দের ওপরও জোর দেন। তার বক্তবে উঠে আসে নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐতিহ্য রক্ষা এবং প্রচারের জন্য বাংলাদেশের সাংবিধানিক প্রতিশ্রুতির কথা ।
বাংলাদেশের পক্ষ থেকে শান্তিচুক্তি বাস্তবায়নের বিষয়ে সব ধরনের আন্তরিকতার কথা জাতিসংঘের আদিবাসী-বিষয়ক স্থায়ী ফোরামে আবারও তুলে ধরা হয়েছে।