রাঙ্গামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

13

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে দীর্ঘ ২৭ বছর পর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ১৯৯৭ সালে এই ঐতিহাসিক শহরটিতে হয়েছিল একটি বৃহৎ ও জনপ্রিয় ফুটবল আসরের গর্বিত ভেন্যু। আর এবার জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সেই স্মৃতি আবারো ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে এবং রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে উৎসাহ উদ্দিপনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়া উদ্দীন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার শারমিন জাহান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে: কর্নেল জোনাঈদ উদ্দিন শাহ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: সিহাব উদ্দিন, চট্টগ্রাম আবাহনী ক্লাবের সাবেক অধিনায়ক দেবাশীষ বড়ুয়া, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির মো: আব্দুল আলিম প্রমুখ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন, রাঙ্গামাটি জেলা ফুটবল টিম বনাম বান্দরবান জেলা টিম। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১১টি জেলা ফুটবল টিম অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে রাঙ্গামাটিতে বসবাসরত বিভিন্ন পাহাড়ী জনগোষ্ঠীর শিল্পীরা মাঠে তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।