বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে রাঙ্গামাটিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

33

॥ নিজস্ব প্রতিবেদক ॥
তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয় এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস।
রবিবার (৬ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী করা হয়।
র‌্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও সাবেক জাতীয় ফটুবল খেলোয়াড় বরুণ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সাইমসহ জেলা সাবেক ও বর্তমান খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
র‌্যালীটি জেলা প্রশাসনের প্রাঙ্গনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে বিকালে চিংহ্লামং মারী স্টেডিয়ামে সাবেক খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।