॥ নিজম্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে এবার ৬টি ঈদগাহ মাঠে ও শহরের বিভিন্ন মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হবে। এর পাশাপাশি জেলার প্রায় পাঁচশো মসজিদে এবার পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
পবিত্র ঈদ উল ফিতরের জামাত উপলক্ষে ঈদ জামাতের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাঙ্গামাটিতে ৬টি ঈদ গা মাঠে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
তার মধ্যে শহরের আদালত ভবন প্রাঙ্গণ ঈদগাহে দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।
শহীদ আব্দুল শুক্কুর ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় এবং সকাল ৯টায়, কলেজ গেইট ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং সাড়ে ৮ টায়, টেনিস কোর্ট ঈদগাহে সকাল সাড়ে ৭টায় এবং সাড়ে ৮টায়, পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় এবং বনরূপা শাহী জামে মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া শহরের কাঠালতলী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদেও পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী বলেন, রাঙ্গামাটিতে ঈদের নামাজের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে রাঙ্গামাটির মসজিদগুলোর পাশাপাশি ছয়টি ঈদগাহ মাঠে এবার ঈদের জামাত আদায় করা করবে ধর্মপ্রাণ মুসল্লীরা।