থানচিতে বিএনপি নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

16

॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপির) সিনিয়র কর্মী সেলিম ভুইঁয়া (৫০) নিজ বাড়ীতে স্ট্রোক হয়ে মারা গেচ্ছে। তার অকাল মৃত্যুতে থানচি ও চন্দনাইজ দুই এলাকার লোজনের মধ্যে শোকের ছায়া নেমে পড়ে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে হঠাৎ স্ট্রোক করে চট্টগ্রাম জেলার চন্দনাইজ উপজেলার বটতলী গ্রামে বৈলতলী ভূইয়া বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, চট্টগ্রাম জেলা চন্দনাইশ উপজেলা বটতলী গ্রামে হারুনুর রশীদ এর ভাই ৩ বোনের মধ্যে ২য় সন্তান মারা যাওয়ার আগে দুই মেয়ে এক ছেলে সন্তান রেখে যান।
তিনি চন্দননাইশে জন্ম হলে ও দির্ঘদিন যাবৎ বান্দরবানের থানচি উপজেলা বলীবাজারে ফার্মেসী দোকানের ব্যবসায়ী ছিলেন। সে সুবাদে তিনি একাধারে বলীবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক, বলীবাজারে বাজার পরিচালনা কমিটি সভাপতি, উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটি সভাপতি এবং জাতীয়তাবাদী দল বিএনপির একজন স্বক্রীয় কর্মী ছিলেন।
তার মৃত্যুতে বান্দরবান জেলার বিএনপি আহবায়ক সাবেক সাংসদ সাচিংপ্রু জেরী, উপজেলার বিএনপি সভাপতি ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রোসহ বিএনপি সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং এলাকার গুনিজনরা শোক প্রকাশ করেন। তাকে আগামিকাল রবিবার চন্দনাইজ নিজ বাড়ীতে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।