জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

17

॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে শহরের ভেদভেদী সিনিয়র জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকের সামনে সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।
এসময় বক্তব্য রাখেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শফিকুল রহমান, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জামশেদুল ইসলাম সিকদার প্রমুখ।
এসময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শফিকুল রহমান বলেন, ২০০৭ সাল থেকে নির্বাচন কমিশন ভোটার তালিকা সাথে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিয়ে আসছে।
এনআইডি প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। আরেকটি উদ্যোগ মাঝখানে নেওয়া হয়েছে, আলাদা কমিশন গঠন করে এনআইডি পরিচালনার জন্য।
তবে এবার জাতীয় পরিচয় পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশনের হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর পরিকল্পনা করা হচ্ছে। এনআইডি সেবা ইসি থেকে স্থানান্তরের পরিকল্পনা ঠেকাতে আমরা আন্দোলনে নেমেছি।
এসময় মানববন্ধন ও অবস্থান কর্মসূচীর কারণে জেলা নির্বাচন অফিসের সেবা নিতে আসা সাধারন মানুষ পড়ে ভোগান্তিতে।