লামায় এফএসি ইটভাটাকে জরিমানা ও জ্বালানি কাঠ জব্দ

23

॥ লামা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারে এফএসি ইটভাটাকে ৭ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও ১৮শত ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টায় লামার ফাইতং ইউনিয়ন অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। অভিযানে লামা বন বিভাগ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সহায়তা করে।
জানা যায়, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে এফএসি ব্রিকস এর মালিক ফরিদুল আলমকে ৭ লক্ষ টাকা ও অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে বন আইনে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১৮শত ঘনফুট কাঠ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া দুইটি ইটভাটার চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।