॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাঙ্গামাটির কাপ্তাই রাইখালী বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টা হতে বেলা ১২টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বরূপ মুহুরী এই অভিযান পরিচালনা করেন।
এসময় দোকানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বিক্রি করায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এবং কৃষি বিপনন আইন, ২০১৮ এর ধারায় ৪টি মামলায় ৪টি দোকান হতে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
কাপ্তাই উপজেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ বড়ুয়াসহ এসময় চন্দ্রঘোনা থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।