সাজেকে আগুণে ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের জন্য পার্বত্য মন্ত্রনালয় থেকে ৯০ মেট্রিকটন খাদ্য শস্য বরাদ্ধ

35

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৪৫টি স্থানীয় পরিবারদের পুনর্বাসনের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় থেকে নব্বই মেট্রিকটন খাদ্য শস্য বরাদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব মুন্না রানী বিশ্বাস স্বাক্ষরিত (স্বারক নং-২৯.০০.০০০০.২২৩.২০.০১৩.২৪-২৪, তারিখঃ-০৪/০৩/২০২৫) পত্রে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে বরাদ্ধ পত্র প্রদান করা হয়।
সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে গত ২৪ ফেব্রুয়ারি আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন ও তাদের প্রতি সমবেদনা জানান। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তা করবেন বলে আশ্বাস দেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তার দেয়ার ঘোষনার এক সপ্তাহের মধ্যে পরিবার প্রতি দুই মেট্রিকটন খাদ্যশস্য বরাদ্ধ করা হয়।
এছাড়া জেলা প্রশাসন ঘরের টিন ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা এবং জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহযোগিতা করা হবে বলে জানান। এলাকাবাসী সাজেক ভ্যালিতে স্কুল, ফায়ার সার্ভিস স্টেশন ও পানির সমস্যা নিরসনের দাবী জানালে পার্বত্য উপদেষ্টা সেগুলো দ্রুত সরকার ও বিদেশী সংস্থার সহযোগিতায় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।
এসময় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (উপদেষ্টার একান্ত সচিব) খন্দকার মুশফিকুর রহমান, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও মাঠ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সুত্রে জানা গেছে, সাজেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পয়তাল্লিশটি পরিবারের পূর্নবাসনের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগীতা অব্যাহত রাখা হবে।