সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গামাটিতে সাধারণ ছাত্র জনতা বিক্ষোভ

50

॥ নিজস্ব প্রতিবেদক ॥
সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের প্রতিবাদে মিছিল বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটির সাধারণ ছাত্র জনতা।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় আব্দুল আলী চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক এবং ছাত্র উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক জুঁই চাকমা, গনিত বিভাগ ( অনার্স ৪র্থ বর্ষ) ওয়াহিদুজ্জামান রোমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (অনার্স ২য় বর্ষ) তানজিনা আক্তার বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগ (অনার্স ৪র্থ বর্ষ) মোঃ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন ফ্যাসিষ্ট সরকারের সন্ত্রাসীরা এখনো রাস্তায় রয়েছে। তারা অন্তর্বিকালীন সরকারকে বেকায়দায় ফেলতে সারাদেশে চলমান ধর্ষণ ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বক্তারা বলেন দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক করতে ধর্ষকদের বিরুদ্ধে অভিযান জোরদার করার আহবান জানান। পরে রাঙ্গামাটি শহরের সচেতনতা মুলক র‌্যালী অনুষ্ঠিত হয়।