গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি পালন করছে রাঙ্গামাটি বন বিভাগ

26

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পরিবেশ রক্ষায় গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি পালন করছে বন বিভাগ রাঙ্গামাটি। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি স্টেডিয়াম এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সজ্জাদ হোসেন, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো জাহিদুর রহমান মিয়া, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম ইউসেফ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক, রাঙ্গামাটি সদর কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ সহ সহকারী বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে রাঙ্গামাটি জেলা শহরের বিভিন্ন এলাকা ও সড়কের পাশে গাছ গুলো থেকে বিভিন্ন সাইনবোর্ড অপসারণ করেন এবং গাছে লাগানো পেরেক উত্তোলন করেন।