খাগড়াছড়িতে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করলেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

54

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করেন তিনি।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার কাছ থেকে ৪০ জন প্রতিবন্ধী হুইল চেয়ার, ২ জন ট্রাই-সাইকেল, ২ জন টয়লেট চেয়ার ও ১ জন ওয়াকার গ্রহণ করেন।
এর আগে কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু উপস্থিত ছিলেন।
এরপর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন এবং জেলা সদরের কমলছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।