যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

32

॥ নিজস্ব প্রতিবেদক ॥
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।
একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেযারম্যান অবঃ মেজর জেনারেল অনুপ কুমার চাকমা, জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর নেতৃত্বে বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ।
এরপর রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারন মানুষের ঢল নামে। এছাড়া মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে আজ জেলা প্রশাসন, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভাসহ কর্মসূচি পালন করা হয়।