॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশের পার্বত্যাঞ্চলের প্রথম দৈনিক সংবাদপত্র গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমি-এর সম্পাদক ও অত্র অঞ্চলের সাংবাদিকতার পথিকৃৎ এবং রত্ন সাংবাদিক হিসেবে খ্যাত এ কে এম মকছুদ আহমেদ এর মৃত্যু গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের পার্বত্যাঞ্চলের প্রথম দৈনিক সংবাদপত্র গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমি-এর সম্পাদক ও অত্র অঞ্চলের সাংবাদিকতার পথিকৃৎ এবং রত্ন সাংবাদিক হিসেবে খ্যাত এ কে এম মকছুদ আহমেদ বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৭ মিনিটে ৮০ বছর বয়সে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তাঁর এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করছি; সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পরিবারের সদস্যদের ও তাঁর সহকর্মীদের এই শোক বহন করার শক্তি দানের জন্য মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করছি। এই অঞ্চলে তাঁর অনুপস্থিতি সাংবাদিকতার জগতে যে শূন্যতা তৈরি করলো তা অপূরণীয় এবং যে নিষ্ঠার সাথে তিনি পেশাগত কাজ করে গেছেন তার জন্য যেন আখিরাতে পুরস্কৃত হন কায়মনোবাক্যে তা কামনা করছি।