বাঘাইছড়িতে মারিশ্যা জোন কর্তৃক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

51

॥ মোঃ আব্দুল গফুর সুবেল, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
রোববার (১৬ ফেব্রুয়ারি) মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকার বাঘাইছড়ি উপজেলার বটতলী, পুরাতন মারিশ্যা, মধ্যমপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, মুসলিম ব্লক, তুলাবান, কাচালং বাজার, উগলছড়ি, ইমাম পাড়া, মোস্তফা কলোনী, জীবতলী, বাবুপাড়া, জি ব্লক এবং বাঘাইছড়ি মুখ এলাকার শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ এর সময় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন, মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা জোন ২৭ বিজিবি জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যাণমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।